নদীর সাথি অথৈ জল
চাঁদের হলো তাঁরা ।
হাজার হাজার সঙ্গি যেন
তোমার বসুন্ধরা ।
ফুলের সাথি প্রজাপতি
গাছের হলো পাখি ।
তরুলতার পাশে সেতো
কতই বন্ধু দেখি ।
মেঘ যদিও সঙ্গিহীন
একাই শুধু বেরায় ।
বৃষ্টি হয়ে সেও তবু
সাগর জলে ছড়ায় ।
পাহাড় যদিও দাড়িয়ে একা
ঝড়না তাহার বুকে ।
সেও বুঝি সবার মতো
আছে অসীম সুখে ।
এই জগতের সবই যেন
সঙ্গী পেয়ে ধন্য ।
আমিই বুঝি একলা মানব
যাহার পাশে শুন্য ।