রাত কেটে যায় আসে ভোর
খুলে দেখি আঁখি,
বন্ধু আমার পাশে নেই
কেমনে একা থাকি ।
সকাল যায় বিকাল যায়
সন্ধা আসে ঘনে ।
সারাটা দিন চলছি একা
বন্ধু তোমায় বিনে ।
সকাল বেলার সূর্য আমি
দেখাই কারে বলো ।
কার মুখটি দেখবো যখন
জোসনা ছড়ায় আলো ।
জোসনা রাতে কে বলো মোর
দেখবে বসে পাশে,
যখন মিটিমিটি তারার মেলা
জলবে দুর আকাশে ।
প্রাণ ভরে কে নেবে বলো
ফুল বাগানের ঘ্রাণ ।
কে বলোতো বৃষ্টি হলে
করবে সাথে স্নাণ ।
পুবান হাওয়ায় উড়বে বলো
কাহার কালো কেশ ।
কে বলোতো এই কবিতা
করে দেবে শেষ ।