সকাল বেলায় যখন ছিলাম
পুকুর জলে নাইতে ।
সেই মেয়েকে দেখি আমি
কলসি নিয়ে যাইতে ।
আমার দিকে চোখ মিলিয়েই
ফুল ফুটানো হাসি ।
সেই হাসিতে ঝরছে যেন
মুক্তা রাশি রাশি ।
হাটি হাটি পা পা করে
হইলো সে মোর পিছু ।
নিরব হয়ে দাড়িয়ে গেলো
বলবে বুঝি কিছু ।
মুখের ভাষা বন্ধ তাহার
চোখ যেন কি বলে ।
মৃদু হাসি হেসেই আবার
হঠাত্‍ গেলো চলে ।