তরুন কালে রুপ ছিলো
দেমাক ছিলো তাই ।
বৃদ্ধ কালে রুপটা গেলো
দেমাক হলো ছাই ।
অর্থকড়ি ছিলো বলে
ভুলে গিয়ে ন্যয়,
অসত্‍ কাজে লিপ্ত হয়ে
করলি তাহা ব্যয় ।
মরে গেলি ভুলে গেলো
তোর যতরে আপন ।
সাথে কিছুই গেলোনাতো
গেলো শুধুই কাফন ।