নীল গগণের চাঁদ বলে দেয়
এলো খুশির ঈদ ।
চোখ মিলিয়ে তাকাও সেথায়
ভেঙ্গে তোমার নিদ ।
এমন খুশির ক্ষণে কেন
থাকো তুমি তন্দ্রা ?
কোনবা দুখে বলো তোমার
হাসি খুশি মন্দা ?
আরেক সত্তা বলে আমায়
কেমনে আমি হাসি ?
দুঃখ ভরা জীবন পোহায়
পাশের প্রতিবেশি ।
লক্ষ টাকার পশুর দিকে
দুই নয়নে চেয়ে ।
অঝোর ধারায় অশ্রু ঝরায়
মলিন কপোল বেয়ে ।
শক্ত মনে ভাবি আবার
দুঃখে কেন তারা ?
আমি কি তাই রইবো দুরে
প্রতিবেশি ছাড়া ?
এমন যদি হইতোরে ভাই
ধনি যারা তবে;
দুঃখ কি আর থাকতো তাদের
গরীব যারা ভবে?