বন্ধু তুমি সকাল দুপুর
বিকাল কিবা রাতি ।
রোজসময়ে ছিলে আমার
নিত্য দিনের সাথি ।
পড়ায় কিবা খেলায় তুমি
সাথে মিশে থাকতে ।
নানান সময় নানান রুপের
কল্পনাকে আঁকতে ।
বয়স তোমার অল্প হলেও
কথায় ছিলে পাকা ।
তাইতো তোমার মনে ছিলো
হাজার ছঁবি আঁকা ।
কত ছঁবি আঁকছো তুমি
জীবনটাকে ঘিরে ।
সেই ছঁবিতে রং মেখেছো
আবার তুমি ফিরে ।
যখন তুমি সুখেই ছিলে
তোমার আপন নীড়ে ।
তোমার মনে বাধলো বাসা
মরণদায়ক পীড়ে ।
ক্রমে ক্রমে জীবন ক্রিয়া
আসলো তোমার থেমে ।
কিরণ তাহার থেমে সেথায়
আধার এলো নেমে ।
তবুও তুমি হাল ছাড়োনি
স্বপ্ন ছিলো বাঁচার ।
মন্দ কপাল পোষমানেনি
পাখি তোমার খাচার ।
তাইতো তোমার সকল আশা
চোখের জলে ধুয়ে ।
দুঃখ নিয়ে গেলে তুমি
কবর মাঝে শুয়ে ।
খোদার কাছে দুহাত তুলে
করি মোনাজাত ।
সকল পাপ মোচণ করে
দেয় যেন জান্নাত ।