জীবন যদি এমন হত
বৃক্ষলতার মত ।
পাতার মত ঝরে যেত
দুঃখ আছে যত ।
নতুন রুপে সাজতো আবার
ফুল কুড়িদের নিয়ে ।
কষ্ট যত ভুলে যেত
শরত্‍ তোমায় পেয়ে ।
পাখ পাখালী বসতো শাখায়
ধরতো কত সূর ।
মিষ্টি মধুর গানের তানে
ক্লান্তি হত দূর ।
রোজ বিকেলে পল্লিবালা
ফুল কুড়াতে এসে,
চপল পায়ে ফিরত আবার
একটু ভালোবেসে ।