দেখেছি তাহারে যবে
সেথা দাড়িয়ে ।
চেয়েছি পারিনি দিতে
হাত বাড়িয়ে ।
এক পলক ছিলো
নয়নে নয়ন ।
তাহাতেই উঠিলো মনে
কিযে শিহরণ ।
নাহি পারি ফেরাতে মোর
নয়নের দৃষ্টি ।
বিধাতার অনুপম
কি মধুর সৃষ্টি ।
আকাশের সুশোভিত
তারকারাজি ।
হেরেছে পলকে তার
লুকেছে আজি ।
যখনি ফিরিলো পিছু
ঘুরিয়ে চরণ ।
আসিলো সহসা বুঝি
ঘোর আবরণ ।