আমি যদি হতাম ঐ
নীল আকাশের তারা ।
রঙ্গিন সাজে সাজিয়ে দিতাম
বিশাল বসুন্ধরা ।
হতাম যদি জোসনা ঐ
দুর আকাশে ভেসে ।
মায়ের কোলে খোকার সাথে
খেলতাম আমি হেসে ।
আবার যদি বৃষ্টি হতাম
রিম ঝিম ঝিম তানে,
শুকনো ভুমি ভিজিয়ে দিতাম
অঝোর ধারার বানে ।