জাগো আজি ওহে মুসলমান
ঘুমিয়ে থেকোনা আর ।
জনমের তরে পরেছো ঘুমে
সময় করেছো পার ।
এক সময়ের বীরের জাতি
ঘুমাও কেন নিভিয়ে বাতি ।
আল কতকাল থাকবে বলো
ঘোর আধারে পরি ।
কাফেররা সব নাচবে হেসে
তোমার পিঠে চড়ি ।
জ্যান্ত জীবন করছে দাহন
দিচ্ছে আবার বলি ।
মাসুম শিশুর জীবন নিয়ে
খেলছে ওরা হলি।
বাতাসভারী কান্না কি তোর
যায়নারে বল কানে ।
দেখিসনাকি সর্ব হাড়িয়ে
ভাসছে তারা বানে ।
রক্ত তোদের উষ্ণ ছিলো
শিতল কেন তবে ।
আর কতকাল হিমেল হাওয়ায়
জমেই তুমি রবে ।
খালিদ ওমর আলীর জাতি
ঘুমিয়ে কেন আজ ।
কোথায় ছুরে ফেললি মাথার
বদর উহুদের তাজ ।
বাঘের জাতি হইলি বিড়াল
করলি নত শীর ।
কেমনে আজি ভুলিয়ে গেলি
নারায়ে তাকবীর ।
হে হুংকারে কাপতো জাহান।
পালিয়ে যেত শুনিয়ে শয়তান ।
কোথায় গেলো তোর ।
আনবি কবে তিমির হেথায়
রাঙ্গা নতুন ভোর ।
আধার নেমে আসবে ভবে ।
তাই বলেকি বসেই রবে ।
মৌন মুখে থাকবে পড়ে
কোন কিছুই বলবেনা ।
এমন সাদের জীবন প্রদিপ
আর জালানো চলবেনা ।
বীরের জাতি হে মুসলমান ।
আপন শক্তিতে হও বলিয়ান।
পালিয়ে যাবে ওরা ।
আমার তেমন হইবে সৃজন
বিশাল বসুন্ধরা ।