এক ছিলো এক প্রেমের বাগান,
ছিলো তাহায় মতি।
সেই বাগানে বাস করিত,
দুইটি প্রজাপতি।
ভালোবাসার সেতু ছিলো,
দুইজনার ই মাঝে।
হইতো ভাবের আদান প্রদান,
সকাল থেকে সাঝে।
দেহ তাদের দুইটি হলেও,
একটি যেন মন।
সারা জীবন থাকবে পাশে,
এমন ছিলো পণ।
আবেগ ভরা খুনশুটিতে
নাহি ছিলো ছল।
একটু আড়াল হলেই দুয়ের,
নয়ন ভরা জল।
মেয়ে প্রজাপতির ছিলো,
সাজের নানান বাহার।
দুইটি সুর এক ফুলেতে
হইতো এমন আহার।
ভালোবাসার ফুলে যখন
বাগান ছিলো পূর্ণ।
হঠাৎ দুটো হুতম প্যাচায়
করলো তাহা চুর্ণ।
দুইটি প্রজাপতি এখন
দুই পৃথিবীর পোকা।
সবার মাঝে থেকেও যেন,
যে যার মত একা।