আকাশে তখন জমেছিলো মেঘ,
ঝরেছিলো কি মধুর বৃষ্টি ।
এ মধুর লগনে হৃদয়ের গগণে,
হয়েছিলো এ প্রেমের সৃষ্টি ।
আকাশের রবি মেনেছিলো হার,
লুকেছিলো মেঘ আবরণে ।
প্রজাপতিরা সব দল বেধে বেধে,
লুকেছিলো কুয়াসার বনে ।
মেঠোপথে যখনি হেটেছিল ছন্দে,
পুলকে পুলকিত মনে,
ধন্য হয়েছিলো পথ ঘেরা সেই,
সাদা ফুলেভরা কাশবনে।
নিক্কন ঝংকারে নুপুর পায়ে,
লেগেছিল কি দারুণ মিষ্টি।
পরিলো যখনি নয়নে নয়ন,
সহসা হল শুভদৃষ্টি।