আমি যখন যাবো ছেড়ে
মায়ার বসুন্ধরা ।
আমার স্মৃতি ছায়ার মত
করবে তোমায় তারা ।
রাত্রিবেলায় জোসনা যখন
আকাশ প্রানে হাসবে,
আবছা চোখে দেখবে হেথায়
আমার ছবি ভাসবে।
আধার কালো রাত পেরিয়ে
হঠাৎ কোন ভোরে,
ঘাসের বুকে শিশির কনায়
পাবে খুজে মোরে।
সাজের বেলায় হয়তো কভু
সন্ধাতারার মাঝে,
দুর আকাশে চোখ মিলিয়ে
আমায় পাবে খুজে।
শঙ্খচীলের কান্না যখন
আসবে ভেসে কানে,
ভরদুপুরে ঘরের কোনে
পরবে আমায় মনে।