নিভে যাক রাত!
নিভে যাক রাত!
আলোর পসরা লয়ে
হেঁকে হেঁকে যায়;
বিবেকের কালো হাত।


বিশুদ্ধ হওয়ার
প্রাচীন মেধায়
কিনছে সকলে যুদ্ধ…


অনাথাপিন্দিকারা হারিয়ে যায়:
টিকে থাকে শুধু বুদ্ধ।