আপনরূপে ফুল ফোটেছে
বুনো গাছের ডালে,
অলস রোদে খেলছে তারা
হাওয়ার মৃদু তালে।
সেই খেলাতে সামিল হলো
পতঙ্গদের দল,
তা দেখে সব গাছের পাতা
করছে কোলাহল:
ফুল না ফোটা গাছের পানে
কেউ না রাখে চোখ,
এই কথাটি বলতে কে বা
কই খোলেছে মুখ?