গল্প বলা আজ পড়ে থাক....
কর্মহীন জীবনের খাদে,
মুখ তুবড়ে পড়ুক অলস বালিশ।
উত্তেজনা নিয়ে সরে যাক
বিছানার স্বচ্ছ অবসাদে;-
আরশোলা-পিঁপড়ের গোপন সালিশ।


সাইবার অপরাধে পড়ুক জড়িয়ে
কাগজের টানে পড়া বিপন্ন ইঁদুর!
অনাদৃত শেয়ালের আগ্রাসন রোধে:
শক্তির মহড়া দিক বখাটে কুকুর।


গড়ে যাক শৈল্পিক সাম্রাজ্য
সুযোগ সন্ধানি মাকড়সা;
নির্বিঘ্নে দখল করে ছাদের কার্নিশ।
টিকটিকির তাড়া খাওয়া বিবর্ণ কিটেরা
ভুলে যাক কারো কাছে জানাতে নালিশ।


খিড়কি খোলার তীব্র শব্দে
প্রচণ্ড বিগড়ে যাক আরশির পর্দা!
অনাহারে বুনিয়াদি ব্যঞ্জনের স্বাদ
ভুলে যাক দূর্বিনীত মশা।


মসৃন মৃত্যুর কামনায়:
জীবন সংগ্রামে লিপ্ত বিদগ্ধ প্রাণেরা
বলি হোক সভ্যতার বিকৃত রুচির।


জ্যোৎস্নার বিরুদ্ধ কুয়াশায়:
চলো প্রকৃতির কাছে!
পাতার আগুন ঘিরে হাটুমুড়ে বসি।