আমার ভাইয়ের রক্তমাখা সুপ্ত অস্ত্র
         আবার ধরতে হবে,
স্বৈরাচারী অপশক্তি রুখে দিতে
         আবার জাগতে হবে।
এসো হে কৃষক-শ্রমিক, বুদ্ধিজীবী-আমজনতা
         কাঁধে কাঁধ,হাতে হাত রাখি
এদেশের রক্তমাখা স্বাধীনতার মান বাঁচাতে।।
সুযোগে কাঁটাতার ফাঁকা পেয়ে
         এদেশ আবার ভরে গেছে
ক্ষুধার্ত শিয়াল-কুকুরে,
         এসো হে মুক্তিকামী-দেশপ্রেমী
এসো ষড়যন্ত্রে আঘাত করি
         বিবেকের ডাল- মুগুরে।
ওরে অ, জাতির স্বাধীন মুখে
         কথায় কথায় লাগাম পড়ায়,
জাতির মুক্ত হাতে কাজে কাজে
         পরাধীনের শিকল পড়ায়,
জাতির উচিত বজ্র কণ্ঠে
         বারে বার চেপে ধরে,
জাতির সত্য-ন্যায়ের শক্ত হাতে
         আসল কথা লিখতে গেলে
জোরে কলম আটকে রাখে
         স্বৈরাচার চুর-চামারে।
এসো হে রক্তমাখা মাটি প্রেমী
         এসো ভেঙ্গে ফেলি
রুদ্ধ মুখের শিকল-বেরী।।
যারা অসুরের বদ-পায়তারাতে
         ক্ষমতার লোভে পড়ে
জাতির বুকে গুলি করে,
         তারা তো মানুষ নয় রে
বিবেকহীন হিংস্র প্রাণী।
এসো হে হাতে-হাতে ধরে ধরে
         এসব প্রাণীর নখ-চামড়া
তুলে ফেলি চিরতরে।।
যারা আমার দেশের রক্তমাখা নদীর পানি
          অসুরের লিপ্সা মুখে ঢালে
         এদেশের জীবন নাশে,
তারা তো এদেশের নয় রে
         ভিনদেশী লুটতরাজী বর্গি জাতি।
এসো হে কাদামাখা দেশের ছেলে
         কোমর জোড়ে গামছা বেঁধে,
বিবেকের তলোয়ারে-ধনুকতীরে আঘাত করি
         দুর্নীতির রাজপ্রাসাদে,
সত্য-ন্যায়ের বারুদ দিয়ে আগুন জ্বালি
         দালালের আখড়া ঘরে।।