এই সুন্দর পৃথিবী বহুকাল ধরে
        বহু যুদ্ধ-বিগ্রহ সমাধান করে
বহু মহামানব বুকে ধারণ করে
        শান্তির পতাকা উড়িয়ে-ছড়িয়ে
অবিরাম ঘুরে-ঘুরে আজও চলমান।


আজকের পৃথিবী এতই নীরব-শান্ত হায়!
        পরকে মারার হুঙ্কার ছেড়ে
সবাই একটু বাঁচার চেষ্টায়,
        মিলেমিশে বিশ্ব বাঁচায় সুরক্ষার ধ্বনি
কানে-কানে আজ অদ্ভুত বাণী সুধায়।


আজ অদৃশ্য থাবার কবলে পড়ে
        মানুষ হুশিয়ার-সাবধান-সচেতন,
যাদের নিষ্ঠুর হাতে অসহায় মানুষ মরে
        তাদের মুখেও মধুর বাণী ফুটে কোমল সুরে
বাহ! " ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।"


আজ বিশ্ব গ্রাসে ক্ষমতার লোভে
        অযথা মানুষের বুকে বুলেট মারার
বিকৃত জ্ঞানের সৃষ্ট মারণাস্ত্রের  
        ভয়ঙ্কর ঝনঝনানি কোথায়!
মানবতাবাদী নেতাকে ফাঁদে ফেলে
        অন্য দেশের উন্নতি ছিন্নভিন্ন করে
বিশ্বনেতা হওয়ার গোপন বৈঠকখানা
        দিনের পর দিন কেন ভুগছে শূন্যতায়!


আজকের পৃথিবীর অবস্থা ভয়াবহ নাকি?
        না, এত নিস্তব্ধ-মমতাময় পরিবেশ
অসহায়-নিরুপায় মানুষেরা দেখেনি আগে,
       যে নিষ্ঠুর চোখ রাগে লাল হতো
সে চোখ আজ জল পড়ে লাল হয়,
        না খেয়ে মরলেও এই দৃশ্য
       অসহায়দের বড়ই ভাল লাগে।