দেশের নয়, বিশ্ব জানে এদেশ আমার
তাজা তাজা রক্তের বিনিময়ে এদেশ কিনেছি,
লক্ষ-কোটি প্রাণ উৎসর্গ হয়েছে এদেশের তরে
এদেশ জনগণের, দলিল বিশ্বকে দেখিয়েছি।


শাঁখা-চুরিবিহীন বিধবা মা এদেশ লালন  করে
মায়ের আঁচলের পরশে এদেশ বড় হয়েছে,
মায়ের মুখের ভাষা শুনে এদেশ বাংলা শিখেছে
ভাইয়ের নির্ভীক সাহস দেখে এদেশ যোদ্ধা হয়েছে।


শহীদ জননীর চোখের জল আজও শুকায়নি
তাঁর সেই ভয়াবহ দুঃখে এদেশের মাটি কাঁদে,
আজও দিন কাটে মায়ের পুরনো জ্বলন্ত শোকে
অমানুষ নয়, এদেশ কাঁদে মায়ের আর্তনাদে।


সহজ-সরল মানুষের দেশে অমানুষ এসেছে যারা
নতুন করে আবার মায়ের বুকে কষ্ট দিতে চায়,
এদেশের বৈশাখী ঝড়ে অসুরের বুকে ফাটল ধরে;
কৃষক-শ্রমিক-আমজনতার প্রতিবাদের ঝড়ে
দালালের দল এদেশের জনগণের লাথিতেই মরে।


হুমকি-ধমকি দিয়ে জনগণের বুকে লাথি মেরে
এদেশের দাবি কর নব্য অসভ্য কে তুমি?
এদেশ কারো মা নয়, সন্তান হারা মায়ের এদেশ
মায়ের শহীদ সন্তানের কাছে আজও এদেশ ঋণী।