জীবনের কালো রং চকচকে বদলাতে
মাখামাখি করি রং সদা হাতে,
ওরে, আমাকে নিয়ে তোমরা ভেবো না
ক্ষুধার জ্বালায় প্রাণ ঘরে রয় না।


আমার মতন কতজন নীরবে স্বপ্নহীনা মরে
স্বপ্ন আসে না চোখে ঘুমেরও ঘরে,
পৃথিবীর সুখ আলো-ছায়া আমার তরে নয়
পরের সুখের তরে দুঃখের বোঝা বয়।


দিনের শেষে রাতের ডাকে ঘুমই মোর সুখ
আঁধারে ঢেকে থাকে মোর স্বপ্নচোখ,
আহারের তরে সদা আশা বাঁধে এ বুকে
জীবন যায় গো আমার ধুঁকে ধুঁকে।


ভরসা নেই গো আর শক্ত দুইটি হাত ছাড়া
থেমে গেলেই হাত আমি যাব মারা,
দেখে-বুঝে-শোনে নাও জীবনের জয়গান
পৃথিবীর বুকে কেবল দুঃখেরি অবদান।