ঈদের আনন্দে চাঁদ হাসে
       নদী হাসে কলতানে,
গাছ-গাছালি হেলেদুলে নাচে
       পাখ-পাখালির গান শুনে।


মিট মিট আলো জ্বলে
       আসমানের তাঁরায় তাঁরায়,
ঈদ এসেছে ঈদ এসেছে গুঞ্জন
       ঘরে-ঘরে, পাড়ায়-পাড়ায়।


ফুলের পরিমল তীব্র জাগে
       সুগন্ধি মাখে সবারি গায়,
কোলাকুলি করে বুকে-বুকে
        মায়া-মমতা ছড়ায়।


বাতাস ও ছুটে খুশির আবেশে
       যেদিক ইচ্ছা সেদিক যায়,
খোকা-খুকি আনন্দে ভাসে
       নতুন  ঝলমলে জামায়।
      
মা-চাচিরা পিঠা বানায়
       ঈদের শেষ প্রহরে,
বাড়ির কুকুর খুশির ঠেলায়
       ঘুমে না যায় বসে থাকে দুয়ারে।


কর্কশ ভাষী লোভী কাক
       পিঠার লোভে বাড়ি বাড়ি যায়,
হঠাৎ তার ভাবনা এল
       সবার ঘরে একই পিঠা
হায়! হায়! ধনী-গরিব কোথায়।