অবুঝ মন থাকে পড়ে
       সবুজ তরুলতার ভীড়ে,
অচেনা সুখে নয়ন ভাসে
       ফুলের হাসিতে মন হাসে।


নীরব হিজল গাছের তলে
       দক্ষিণা হাওয়া আসে চঞ্চলে,
আমার আকুল পরাণ অঞ্চলে
       ব্যাকুল সুখ নামে দলে দলে।


হিজল বেণীর লাল রূপে
       প্রেমে পড়েছে মন চুপেচুপে,
সবুজ পাতার আঁচলে মোরে
       অধীর আদরে বাঁধে চুপিসারে।


তপ্ত রোদে হিজল ছায়া ধরে
       আমার মাথায় চেনা প্রেমভরে,
আনমনে বসে থাকার কালে
       দেয় না মন ভাসাতে প্রতিকূলে।


হিজল গাছের পাখির সুরে
       নীরব মন উতলা করে,
মায়াবী সুরে মন কাতর হয়ে
       মাতাল বেসুরে গীতি যায় গেয়ে।


অস্তিরতা যদি আসে মনে
       পরাণ যায় হিজল পানে,
প্রাত কেটেছে তারি পরশে
      জীবন তাই ছুটে আজও হরষে।