জুলুম-নিপীড়নের প্রতিবাদে বুকের তাজা রক্তের
বিদ্রোহী-বিপ্লবী-সাহসী,অম্লান-অনত চেতনার দাগ
এই বাংলার কষিত মাটিতে আজও অক্ষত আছে,
এই দেশের  সতেজ লতা-পাতায়, সবুজ দুর্বাঘাসে;
জলে-স্থলে,ষড়ঋতুর বাতাসের অগ্রগামী পালকে
অদম্য প্রতিবাদী বীরের  রক্তের গন্ধ  মিশে আছে।


দাসত্বের কারাগারের ষড়যন্ত্রের শিকল মুচড়ে দিতে
ভাষা-মাটি-মানুষকে চিরতরে মুক্ত-স্বাধীন করিতে
শতশত অমায়িক চেহারার সূর্য  সন্তান ঘুমিয়ে গেছে,
মু্ক্তির মিছিলে অপ্রতিরোধ্য দুঃসাহসী বজ্র শ্লোগানে
অবুঝ-সবুজ বালকের প্রতিবাদী হাত উপরে উঠায়
শত্রুর গুলিতে বুকের রক্ত রাজপথে শুকিয়ে গেছে।


স্নেহে লালিত সন্তান হারা মায়ের,বাবা হারা সন্তানের;
অমানুষের নিকৃষ্ট নির্যাতনে সম্ভ্রম হারানো মা-বোনের
অশ্রু ভরা বুকফাটা আর্তনাদের অসহ্য নীরব চিৎকার,
এদেশের অলিতে-গলিতে,পথে-পথে,সীমান্তে-সীমান্তে
তারকাঁটা বেড়ার এখনো নির্যাতিত পিলারে-পিলারে
যুগ-যুগান্তরের কানে কানে প্রতিধ্বনি হয় সেই হাহাকার।

মনগড়া নীতির ভূতে ধরা রাজনৈতিক দলের মিষ্টি মুখে
বীরের দেশে ভিনদেশীদের আগ্রাসনের কথা শুনে
এদেশের পলি-দোআঁশ-এটেল-বেলে কেঁপে উঠে,
এদেশের সহজ-সরল গণ মানুষের রোদে পুড়া শক্ত পিঠে
প্রতিহিংসা-আগ্রাসনের রাজনীতির ফন্দি যারা করে
তাদের তাড়িয়ে উড়িয়ে দিতে,সমূলে ঘাঁটি ঘুরিয়ে দিতে
ইতিহাস বলে,"এদেশের রক্ত-গন্ধ-আর্তনাদ গর্জে উঠে।"