এই গভীর শোক ভরা  রাতে
সুখ-বেদনার কান্না আসে,
চাঁদ-সেতারার এই ফর্সা রাতে
চোখে স্বাধীন জল হাসে।


অমর প্রাণের সত্য দেশপ্রেম
আজও অন্তরে-অন্তরে জাগে,
শহীদের আত্মত্যাগের ফলেই
বাঁচি সবুজ-শ্যামল মুক্ত বাগে।


সেই বর্বর-হত্যাযঙ্গ কালো রাত
বীর বাঙ্গালীকে ছুঁয়েছিল বলে,
মাটির টানে পরাণে-পরাণে
বহিঃশত্রু রুখতে আগুন জ্বলে।


আসিবে না জানি কালো রাত
তবে যদি আসে কালো দিন,
শহীদের চেতনা অন্তরে-অন্তরে
সুপ্ত বীর আবার জাগিবে সেদিন।


# ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রিতে নিহত সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।