আমি চলিনে বাঁকা পথে
        তবুও বিপদ আসে মোর ঘাড়ে,
দিনে আনি দিনে খাই
        তবুও দুঃখ আসে মোর কপাল জোড়ে।


রোগ-শোক-দুর্যোগ যত্তসব
        আমায় চেপে ধরে,
আমি কি দুঃসময়ে আমার মত মানুষের
        চাল-ডাল-তেল মেরে এনেছি ঘরে?


আমি যদি একা হতাম এ দুঃখ
        সাদরে মেনে নিতাম,
হিরা গেল রোগে মরে
        মানিক গেল পানিতে ভেসে
এই কষ্ট কেমনে সহিতাম?


অসহায় মানুষের বুকে লাথি মেরে
        যারা ধন-দৌলত-শাহী হালত গড়ে
তাদের সুখের অভাব নেই,
        মহামারিতে দুতলায় নিরাপদে থাকায়
বন্যার পানি নিচ তলার আশে পাশে
        তাদের মনোরঞ্জনে থৈ থৈ করে যায়।


নদীর পাড়ে মোর বসত ভিটা
     ছন-নলখাগড়ার ঘরই ভাঙ্গে নদীর করাল গ্রাসে,
দুর্নীতিবাজ-ঘুষখোর-চোর-লম্পট উঁচু আসনে
      বজ্রপাত হয় না তাদের ওপর কিসের ত্রাসে?


শ্রমজীবী মানুষ কি বলিতে চায়
        শুনুন হে দরদী,
যারা হয়েছে সমাজের দফাদার
        তারা অসহায় মানুষের হক করে বলিদান,
এই কান্ডের প্রকাশ্যে করিলে প্রতিবাদ
        হুমকি দেয় জিভ কেটে করিবে খান খান,
তাই তোমারই সমীপে করি গো
        অসহায় মানুষের নির্বাক আর্তনাদ।