আমার সুখ নাইরে পোড়া কপালে
কেমনে বাঁচি আমি এই ভুবনে?
পরিশ্রমী মানুষ একথা বুঝে না;
শ্রমেই মানুষ সুখী হয় এই জীবনে।


অলসে কলসের শীতল পানি পানে
সুখী হয় না মানুষ খুব সহজে,
কাজের পাথরে নরম হাত শক্ত করে
সময়কে আঘাত করিতে হয় বুঝে।


ধ্যানে-জ্ঞানে-মনে-হাতে সুখ স্বপ্নকে
সদা যতনে লালন করিতে হয়,
আরাম-আয়েশে বিছানায় শুয়ে নয়
সুখী হয়তে স্বপ্নের অনলে পুড়িতে হয়।


রঙিন আলোতে বসে যৌবনের সময়
আনন্দে-খুশিতে মনোরঞ্জন গান গাও!
এ জীবন কারো নয় কেবল নিজের
সাময়িক সুখে কেন জীবন আঁধারে মিশাও?


নবাবি হালত মানুষের নয় পশু-পাখির
ওরা যেখানই বসে খাবার পায়,
সুখের তরেই মানুষ হাত-পা নাড়েচাড়ে
অসময়ে হুশ আসিলে একথা বুঝে সবাই।