জীবন্ত লাশ আমি এই আপন শহরে
পড়ে আছি দেখ ঘোর অন্ধকারে,
অরাজকতার জখমে ক্ষতবিক্ষত দেহ
চিৎকার-আর্তনাদ শুনে না কেহ।


যত আছে দেখ সৎ সাহসী মানুষ
তার বুকেও বিঁধিল কঠিন হুশ,
চেতনার এই শহর থমথমে নীরব
ভয়ের চাদরে সবাই কি আজব!


সেলাই বিহীন মুখ রক্ত ঝরে ঠিকই
গণমানুষের কষ্ট বুঝে না কেউ কিছুই,
ক্ষমতার আসরে অমানুষ বাজি ধরে
মানুষ থাকবে না কেউ এই শহরে।


ক্ষুধার যন্ত্রণায় থরথর করে প্রাণ
দেখ মিছিলেই যায় শ্রমিকের জান,
ক্ষমতার দাপটে নিরীহ মানুষ মরে
শহীদের স্বপ্নের স্বাধীন এই শহরে।


কতশত মুক্ত প্রাণ ঝরে যায় অযথায়
এই শহরে গণমানুষ আজ নিরুপায়,
কণ্ঠ চেপে ধরে ন্যায্য দাবির মিছিলে
ফাঁসির মঞ্চে ঝুলায় উচিত গান গাহিলে।


মুছে দিতে চায় আমার স্বাধীন পরিচয়
অসুরের দখলে আজ এই শহর,
ক্ষমতার দাপটে অরাজকতা-কুশাসনে
আমার আলোক শহর আজ অন্ধকার।