আমি আমাকে তিলে তিলে কঠিনে না চিনে
গুণধর মানুষের স্তুতি গাহি রাতে-দিনে,
তার চাটুকারিতায় লোক সমাজে দাপটে চলি;
মাঝি না হয়েও পরের নৌকায় পাল তুলি।


আমি আমাতে আত্মমগ্নে ধ্যান করিলে
ভুলের পাহাড় দেখি মনের চোখ মেলে,
তবুও মোর হুশ দেয় এই সময়ের দোষ
তর্কে যুক্তি দেয় এমনি হয় জীবনকোষ।


চাঁদেরও কলঙ্ক আছে এ কথা বলে জীবন
মুক্ত মনে চলে মুখে জপে বাজে কথন,
আনন্দের কোলাহলে অলক্ষ্যে মন ছুটে চলে
না ফিরিতে চেয়ে হারিয়ে যায় ভাব জঙ্গলে।


আমি আমাকে যদি ডাকি এসো আলোতে
আত্মভোলা পণ ছুটে যায় তিমির রাতে,
সকাল-সন্ধ্যা,দুপুর-বিকাল গড়িয়ে যাচ্ছে অস্তে
কিছুতেই মন বুঝে না সময় যে নেই হস্তে।


এই অল্প জীবনে আমি আমাকে না চিনে
অপরিচিতের কাঠগড়ায় আছি বিচার বিহনে,
এই নড়বড়ে নিখুঁত দেহ মাটিত মিশে রবে
আমি আমাকে চিনিতে মহাকাল চলে যাবে।