জলের-স্থলের-আকাশের দুর্গন্ধে
        নির্মল বায়ু হাহাকার করে,
প্রকৃতি কেবল প্রাণে বেঁচে
        ঘাতক মানুষরে সহায়তা করে।


তবুও ঘাতকের হুঁশ হয় না
        ক্ষুদ্র স্বার্থে পৃথিবীকে অনায়াসে মারে,
নিষেধ-নিষেধ ঠিকই ঘাতকের প্রবেশ
        এই পঙ্গু নীতিতে পৃথিবী গেল ভরে।


যার মুখে মধুর বাণী শুনিতাম
        তার চোখে-মুখে-আচরণে তিক্ততা,
রাজপথে ন্যায়ের পথে মিছিল
        তবুও থেমে নেই তার অসুরতা।


অন্ধকারে আলোর মিছিল সাড়া জাগায়নি
         এই যুগের মানুষের মনে,
সবাই জেনে-বুঝেও ঘুরে অসুরের পিছে
        মাথায় ধরে না পাগলেরও কিসের টানে?  


স্বজাতিকে ধ্বংস করতে যার মন কেঁপে উঠেনি
        তার গুণকীর্তন মানুষ কেমনে করে,
নিজের স্বার্থে নতুন মেকি মতবাদ
       বুঝেও মানুষ কেমনে বরণ করে?


অভাবে স্বভাব নষ্টের রাজনীতিতে
        কেবল ভাল মানুষ অপরাধের কারাগারে,
কেবল অমানুষের দল স্বাধীনতার স্বাদ চুষে
        যা ইচ্ছা তাই মানুষের বুকে করে।


অসুস্থ বিবেকের খপ্পরে পড়ে
        কৃষক-শ্রমিক-সরল জনতা অসহায়,
তাদের মনের অসহ্য দুঃখের দাগ
        পৃথিবীতে ন্যায়বাদী নেতার অতন্দ্র অপেক্ষায়।