আমি যদি হতে পারতাম
        সাগরের বালিকণা
বাড়ি তোমায় বেঁধে দিতাম
        সাগরের মধ্যখানে    
করতেও পারতে না কল্পনা।


আমি যেমন তুমি তেমন
        আমি যদি ইচ্ছা করতে পারি
তুমি করতে পারবে না কেন?
        বল সাম, আমি হব সমুদ্রের তীর,
যেখানে হারিলে মানুষ পায় না কূল
        সেখানে দাঁড়াব আমি
বাঁচাব হাজার জীবন।


সাহস, শুধুই সাহস ধর, বাঁধ মনে
        ইচ্ছার সাথে হাত মিলাও
সময়কে কাজে লাগাও
        বাঁধ ঘর সমুদ্রের উপরে,
যেখানে মানুষ বাঁধে ঘর
        সমুদ্রের তলদেশে
নির্বিঘ্নে বাস ও করতে পারে


কিসের ভয় চিন্তা শক্তি নেই
        তাদের মত,
কেন তুমি কাপুরুষ হও
        তাঁরা কি জন্মের পরেই
চিন্তা করতে পারত?


তাহলে কেন মর দুশ্চিন্তা করে
        কেন নাক ডেকে সারারাত ঘুমাও
কেন দিনের বেলা আত্মভোলা হয়ে
        অযথা ঘুরাও?


সাধনায় রাত কাটাও
        দিনে পরিশ্রম কর
সময়কে নতুন করে সাজাও
        জয় হবে অনন্ত প্রসার এই পৃথিবী।        


আমার ঘরে টাকা নেই
        কেমনে সাধনা করি
পেটের তরে হাত দুটি
        শক্ত হয়ে গেল
কপালে ছিল মরি,
        না,না কোথায় পেলে    
এ অশুভ কথা
        তুমি জান না!
রুটির দোকানের কারিগর হল
        মোদের জাতীয় কবি,
অসহায়, নিরুপায় হয়েও
        সংসার চালানোর ভার কাঁধে নিয়েও
হারাতে দেয়নি জীবনের রবি।


কেন পারবে না বল?
        এই সময়ে তাঁর চেয়ে  
অনেক সুখে আছ,
        জীবন রবির কাজ কর
তুমিও হবে অনেক বড়
        কেন মিছে মর।