শীতকালের  শীত সাথে হালকা হাওয়া
আহ! কি করুণ অবস্থা,
গ্রামের অসহায় কৃষক-দিনমজুরদের
শীত বহন ছাড়া নেই কোনো রাস্তা।
ভোর হওয়ার আগেই তারা
ছুটে যায় হাওরে,
গায়ে কিসের কাপড় কিসের চাদর
সারাদিন পানিতে ভিজেরে।
দুপুরবেলা একটু রোদের আশায়
আকাশ পানে তাকায়,
কোথায় সে সূর্য কোথায় তার কিরণ
এভাবেই সন্ধ্যা তাদের ঘনায়।
হাওর থেকে ঘরে এলেই
শীতের পোশাকহীন ছোট ছেলে-মেয়ে
বাবার কাছে আরজি রাখে
বাবা পাঁচটি টাকা।
সন্ধ্যায় গরম পানির স্নান শেষে
গৃহিণীর পাশে চুলায় বসে,
কত টাকা রোজগার হল
কত টাকার বাজার করল
গৃহিণীর সাথে হিসাব কষে।