চোখ-মনের প্রাণ গ্রামের সবুজ ছবি
চাহিলেই মন সুখে আছে ভাবি,
ভারাক্রান্ত মনে শীতল নেমে আসে
গাছের ছায়াতলে যখন থাকি বসে।


অল্পতে আমি চিরশান্তি খোঁজে পাই
চোখ মেলে রাখিলেই সবুজ পাতায়,
শূন্যতায় আনমনে  বসে থাকিলেই
আপনের আপন এই সবুজেই পাই।


অনেক দূরে আড়ালেও যদি থাকি
মায়ার তুলিতে প্রেমের ছবি আঁকি,
পুরনো স্মৃতি সবুজেই আছে মিশে
মোর অস্তিত্ব জাগে সবুজের পরশে।


সবুজেই অবুঝে আনন্দে ছুটে চলা
পরম বন্ধুত্বের কোলাহলে পথচলা,
সবুজের ভীড়ে জীবন সরলে চলে
সবুজেই জলাঞ্জলি মনে সুখ মিলে।