মানুষে-মানুষে অঙ্গাকৃতিতে নেই ব্যবধান
        বুদ্ধির প্রদীপ সবার মাঝে আছে
তবুও সবাই প্রকৃত মানুষ নয়,
        মানুষ যে জন হয়
সবাই তারে সহজে চিনে রয়
        তার শিষ্ট-কোমল সদাচরণে।


তার চলনের-বলনের মাধুর্যতার ঘ্রাণে
        হিংসুকের হিংসা খসে খসে মরে,
সমাজের বুকে মায়া-মমতা জেগে উঠে
        মানুষ সবাই সবার তরে।


তার আচরণে সবাই তারে
        আপন করে ভাবে,
কে সে, কোথাকার সে
        পরিচয়টা বড় নহে ভবে।


আহ! সবার মাঝে যদি সদাচরণ
        সযত্নে লালন-পালন হয়ত,
সমাজের-দেশের রূপ যুগে যুগে
        ধারণ করিত স্নিগ্ধ দক্ষিণা বাতাসের
নব নব পরিমল ফুলের বসন্ত।