স্বপ্ন যদি শক্তি হয়ে                     অলস মনে মিশে,
আঁধার মনে প্রদীপ জ্বালে          অমর জীবন তরে।
                        রঙিন দিন মিছে প্রায়
                        তার কাজেই সময় যায়।
যে মনেতে ধরেছে গো               স্বপ্ন নিজেই হাল,
উজান-ভাটি তরী ভাসায়           উড়িয়ে প্রেম পাল।
                        রঙিন দিন মিছে প্রায়
                        তার কাজেই সময় যায়।
মানুষের আসল রূপ গো           স্বপ্নই বের করে,
বিপদে মানুষের তরে গো           সদা সত্য মরে।
                        রঙিন দিন মিছে প্রায়
                        তার কাজেই সময় যায়।
লোক সমাজের লাজে গো       স্বপ্ন নাহি লুকায়,
পরের তরে জীবন গো              কঠিনে মন সাজায়।
                       রঙিন দিন মিছে প্রায়
                       তার কাজেই সময় যায়।
জগতে যা মহান গো                 স্বপ্নই করেছে প্রদান,
সাধক যারা চিনে গো               স্বপ্নের কত অবদান।
                      রঙিন দিন মিছে প্রায়
                      তার কাজেই সময় যায়।