কবিতার এক নিরব-নির্জন শহরে
তোমার বিচরণ দেখি সারাবেলা,
কৃষ্ণচূড়া হয়ে রঙিন স্বপ্নে আস
এই শহরে তাই খুঁজি বেলা অবেলা।


কৃষ্ণচূড়ার ডালে সবুজ পাতার ফাঁকে
বসে থাকা বসন্তের কুকিল সুরে
তোমায় ডাকি আমি চুপিসারে,
লাল ফুলের বন্ধু মৌমাছির গুনগুন সুরে
সুখের কবিতা শুনাব প্রেম ভরে।


কৃষ্ণচূড়া গাছের সবুজ পাতায় পাতায়
মনের সব কথায় গল্প লিখে দিব
নীল প্রেম-সুখে তোমার পানে,
চিকন চিকন ডালের নরম তুলিতে
সবুজ স্বপ্ন এঁকে দেব তোমার মনে।


টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি
তোমার হাতে দিব অনুরাগে মন ভরে,
খুঁজি-ফিরি আজও তোমায় আমি
কৃষ্ণচূড়া গাছের নীচে এই শহরে।


শুন,দেখা যদি হয় কোন একদিন
ভিষণ কোলাহলের এই শহরে,
এই কৃষ্ণচূড়া গাছের নীচে বসা হবে
কোন এক প্রচন্ড তৃষ্ণার্ত দুপুরে।