কি আর হবে কাঁদি
যখন পথ,ঘাট-প্রান্তরে ভাসছে রক্ত ঘ্রাণ,
কি আর হবে কাঁদি
যখন ধেয়েই আসছে জীবনে কুলসিত অবসান।
ওরা হেনেই চলেছে আঘাত বারংবার
তবে কি হবে কেঁদে আর
ওহে ম্রিয়মাণ।


জেগে ওঠো এবার অসার স্বপ্ন ভাঙি
ওদের রাঙানো চোখের বিস্তার করিতে হবে রোধ,
আপনার মস্তক খায় ভেঙে ওরা-রাক্ষস
জেগে ওঠো আজ,ওঠাও প্রতিশোধ।


ওঠাও তুফান কোল্ললিত-গহিন বিনাশি তান
বর্জ কন্ঠে তোলো উৎকন্ঠিত প্রতিশোধি গান,
জেগে ওঠো এবার-
ওহে ম্রিয়মাণ।
কুচক্রে ধর্ষিত যবে সরলা রমনীগণ
উৎকন্ঠা আর হীনমন্যতায় বাচাইয়াছে প্রাণ,
তবুও নিশ্চুপ সেই চিরাচরিত সমাজ -
লাথি মেরে তারে ভাঙ।


যখন অবুঝ শিশুরা কাদে স্তম্ভিতে মাতার জান
সহসাই কন্ঠরুদ্ধ করে তাদের এক নির্বোধ আগুয়ান,
নিশ্চল তবু্ও নির্বাক বিচারালয়-
ভেঙে করো চুরমার তারে ওরে বিদ্রোহী মহীয়ান।
ওঠাও তুফান,


ওঠাও তুফান কল্লোলিত-গহিন বিনাশি তান
বর্জ কন্ঠে তোলো উৎকন্ঠিত প্রতিশোধি গান,
জেগে ওঠো এবার
ওহে ম্রিয়মাণ।
                                   ( সংক্ষিপ্ত)