কোটি প্রাণে নব প্রেরনার অংকুর গেঁজেছে
হাজার স্বপ্ন মেতেছে অনির্বাণ
          এ দেশ এগিয়ে যাবে!
          আমরা এগিয়ে যাবো
     খুন জাগা শত জননী এগিয়ে যাবে
যাদের বক্ষে আছে ছেলে হারা বিষাদের খুন,
এগিয়ে যাবে ফুটপাতল যাদের রজনী কাটে
নীল গগনের নিচে।যাদের দিবস্য প্রবাহ ঘটে
মুঠি মুঠি ধানে।
নীল গ্রহে যারা পাষাণে বাচে
জীবন প্রবাহে তাদেরও চেতনা জেগেছে।


তাই লালসবুজের পতাকাটা আবারো উড়বে,
উড়বে সভ্য,স্বাধীন দেশের পতাকা রুপে
উড়বে আদর্শ দেশের পতাকা রুপে
উড়বে শান্তির দেশের পতাকা রুপে
উড়বে ক্ষুধা, দারিদ্র্য,বেকারহিন এক পতাকা
রুপে।
এই নব উত্থানে আপনি আসুন
এ দেশ আমার,এদেশ আপনার
শত শত প্রজন্মের এদেশ-
সোনালী স্বপ্নের সবুজ ক্ষেত
আসুন এক্ষেতে সংকল্পের বীজ বুনী
প্রতিটি বাঙালির কাছে আমার এই আবেদন
যার অ-আ-ক-খ পরতে পরতে মুখের ধবনি।


             আসুন
            আসুন,
         মর্মে মর্মে শুনি।