হেরি দুখের সাধে শান্ত কোকিলের গান
মর্মর বিলাসের রণক্ষেত্রে,
বিকল, ক্লান্ত, পরিশ্রান্ত আমিও
নুয়ে যাই সারা রাত্রে।


পেতে হবে শান্তি অনন্য
বিকলা পেয়ে যায় যাক ক্ষান্ত,
আমিও হব একদিন শান্ত
ফিরে পাব কিনা অনন্ত।


কিশোরের দুই হাতে শিকোলের হাহা টান
মেনে নিতে সবে যেন বাধ্য,
রাঙা সাজে পুলকিত পায়
খুনেদের আঘাতে বাধা দিতে নাই কার সাধ্য।


ঘুরে পথে পথে, যই যেথা অবাধে
ধাই শান্তির কলাতন,
অশান্তির বেড়া ঘেরা শান্তির পথে যেন
শোকে ধুকে লয় মন।


বৃত্তপটে অনৃত্য ধাই অমিয় সুধার ধারা
হাহাকার আর হাহাকার শুধু হাহাকার,
রণক্ষেত্র এ বসুধায় ক্ষণে ক্ষণে ভাসে -
রক্ত আর  আর্তনাদের চরম হুংকার।