যেখানে মানুষে-মানুষে গড়ে তুলি বিভেদ ব্যবধান
ভূলোকে বাসিয়া করি অমৃতের সন্ধান
পিশাচের সাথে জুড়ি মায়াবি বাধন
সেখানে কেমনে আসে সুখ-সম্পৃতী।


যেখানে আনন্দের নামে গড়ি দুখের সাগর
ভুলে যাই মায়ার বাধন আনিতে ব্যাভিচার
পীড়িতের গায়ে জড়াই শিকল জেলের
সেখানে কেমনে বাজে সুরের বাসি।


উত্তাল তরঙ্গ যেখানে আঁচড়ে বারবার
যে জনপদে ভাসে লাশের জোয়ার
যেখানে দানব নয় চলে গণতন্ত্রের অত্যাচার
সেখানে কথায় পাবে মায়াবি হাসি।


যেখানে শিশুরা মরে জননীর কোলে
আত্মারা তুষ্ট হয় রক্ত লালে
যেখানে ফাঁসির দড়ি চড়ে নিরপরাধীর গোলে
সেথায় কেমনে নামে স্বর্গ-প্রীতি।