সম্মুখে আলোকিত মাঠ, সবুজ উদ্যান,
সোনালি জীবনের মোহে
ভালবাসা,প্রেম,সম্মান, ধর্ম ,সব বিকিয়ে
সবাই এখন  অন্ধকারের জ্যোৎস্নার পিছু ছুটছে।


হৃদয় তাড়িত আবেগ থেকে  তাই
এই দুঃসময়ের কথা গুলো বলতে চাই
মোহ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে,
যে দিকে তাকাই শুধু বিষ,পাপ, লোভ,
বিবেক গুলোর নেই কোন ক্ষোভ ।


অমানুষ গুলো আগুন কে ঈশ্বর মানে
সেই আগুনের ভয়ে আমরা চুপ বিধাতার সামনে।
কেমন মানুষ আমরা,
পাপী কে হত্যার জন্য হরতাল, মিছিল
নিজেই সেই পাপের হৃদয় বানিয়ে ভিতরে  দিয়াছি খিল ।


আমার অগ্রজ যারা শুনেছি আন্দোলন করেছেন তারা
অনাহারী র অন্ন,
বস্ত্রহীনের বস্ত্র,
শিক্ষাহীনের শিক্ষার জন্য।


আমরা করি আন্দোলন
প্রতিশোধ এর অভিপ্রায়,
বিধাতার আইন মুছে ফেলে শৃঙ্খল মুক্ত হয়ে
ডুবে আছি অবাধ যৌনাচারে ।
ইসলামের কণ্ঠ রোদ করি ইমাম সাহেব কে
রাজাকার, ধর্ষণ কারী ,হত্যাকারী আখ্যা দিয়ে
শোণা সাক্ষী সাজিয়ে ফাঁসির ঘোষণায়।
কতটা দুঃসময় এখন,
দাড়ি, টুপি, পাঞ্জাবী কবে এই দেশ ছাড়বি
নয়তো যেকোনো সময় অন্ধকারে গুলি খেয়ে মরবি,
তবু আমরা প্রতিবাদ করিনা মৃত্যুর ভয়ে
আমরা মরি ডোবায়, নালায়, ওড়না গলায়
তবু আমরা প্রতিবাদ করিনা মৃত্যুর ভয়ে
মৃত্যু ছেড়েছে কবে আমাদের
সেতো গলায় বাঁধা পুরুষের অহংকার।  


বড় ঘৃণা হয় যারা রক্তহীন সাধারণ জনগণ
শুনে ভোগে,
দেখে ভোগে,,
বুঝে ভোগে,,
ভুলে ভোগে,,উন্মাদ এপারে ভোগে,,অপারেও ভোগে,।