অল্প কিছু কষ্ট,
স্বপ্ন গুলো করে নষ্ট,
আমি আকুতি করি,
মিনতি করি তোমার কাছে,
থাকো যেনো আমার কাছে।
না হলো আমার ভালোবাসা,
না হলো আমার প্রেম।
বোধের কাছে হেরে গেলাম,
না তোমাকে দিলাম
না নিজে কিছু পেলাম......।
পিছন থেকে বার বার তোমাকে ডাকি,
তোমাকেই জড়িয়ে ধরি,
তোমাকেই করি মিনতি,
নিয়ে যাও আমায় সাথে করে-
হয় বসন্তের মিষ্টি আলো বাতাসে,
নয়তো বর্ষার তীব্র পাহাড়ি ঢলে।
আমি বেঁচে থাকতে চাই
হয় তোমাদের ভালোবাসায়,
নয়তো হারিয়ে যেতে চাই
কষ্ট স্বপ্ন বুকে স্রোতের খড় কুটো হয়ে।