মহাশয়,
কৃষি মানে বলদের কাজ
অট্টালিকায় বসে তাহাতে তোমার অনেক লাজ।
স্বপ্ন তোমার রাষ্ট্র, মহা রাষ্ট্র, মহা আকাশ
করবে জয় দৃঢ় সংকল্প আজ।
পণ্যের দামে ঊর্ধ্বগতি
তোমার তাতে কি ক্ষতি,
কৃষক সবে মুর্খ গরীব
কঙ্কালসার দেহ, দেখবে কি কেহ ?  


মহাশয়,
তুমি কত রিষ্ট পুষ্ট  
তোমার চেহারায় সমাজ সৃষ্ট,
বুঝবে কেমনে তুমি
অনাহারী, আধ- আহারী র কষ্ট।


মহাশয়,
তোমার চোখে মহা-কাশের তারা
উন্নয়নের নব যাত্রা,
বুদ্ধিজীবী রা সব করছে তোমার সাথে
স্বার্থসিদ্ধির পাঁয়তারা।  
আমজনতা মোরা
উন্নয়নে তোমার, আমরা ছন্ন ছাড়া।


মহাশয়,
ছন্নছাড়া রা যদি একবার বুঝে,
ভালবাসার মিথ্যা আশ্বাসে
তাদের জীবন যাচ্ছে পেষে‌
কোচ কাতা হাতে আবাল বৃদ্ধ-বনিতা নামবে রাজ পথে  
তখন যাবেন কোন রথে।
যুগে যুগে কেউ বাঁচেনি
আম জনতার সাথে খেলে।
সময় এখনও আছে
নির্বোধ বুদ্ধিজীবী দের ছেড়ে
ফিরে আসুন জনতার ভীরে।