একটি স্বর্নালী ভোরের জন্য
বেঁচে আছি এতোটা জীবন।
শত দুঃখ
আঁকড়ে ধরে ঘুমিয়েপরি,
হয়তো আগামী ভোরে
দুঃখরা সব মুচে যাবে।  


সত্যি হলো কি জানো?
ভোরটা স্বর্নালীই হয়,
শুধু আমার জন্য নয়।
তবু বেঁচে আছি
কারন আমি স্বপ্ন বিলাসী ।
আমি যে স্বপ্ন দিয়ে  দুঃখ উড়াই
স্বপ্নই জানে না।


আমার সাথে স্বপ্নের সম্পর্ক কি?
প্রেমক – প্রেমিকা
ভাই -বোন
স্বামী – স্ত্রী
এর যেকোনটাতেই আমি সার্থপর ।


তবু আমি একটা  স্বর্নালী ভোর চাই।
স্বপ্নগুলো বাঁচাবো তাই।
দুঃখ গুলো কে শিশির দিয়ে মুচে ফেলতে চাই।
আমি মানুষের মত বেঁচে থাকতে চাই।


  এই যে বেঁচে আছি
তাকে কি বেঁচে থাকে বলে?
             না কি অন্য কিছু    ............................ ।