মানুষ তুমি সভ্য জাতি
সৃষ্টিকুলের সেরা,
খেতাব খানি বিধাতার কাছে পাওয়া।


রাতে-দিনে সাধন করে
আউল-বাউল শব্দ কিছু বলে,
বিভ্রান্তি কিছু চড়িয়ে,
সলে বলে কৌশলে
ভিন্ন মাত্রা আনছো নিজের নামে।


সেরার খেতাব বাঁজারে বিকিয়ে
মানুষ নামটি বদলে দিয়ে,
লিখছো এখন,
গর্ব করে ভীষণ ,
মানুষ আমি ড্রাগন কিংবা লায়ন।

একটু ভাবো,
পরিপাটি শহর ছেঁড়ে
এখন তুমি গহীন জংগলে,
সভ্য তুমি অসভ্যদের চাঁদরে।


তাইতো এখন নগর জুড়ে
অসভ্যরা জংলী বিচরণ করে।