তোমার কথায় পথচলা শিখেছি
কত বাঁধা? কত ব্যাথা,
তুমি সয়েছো নিরবে আজ তা জেনেছি।
বাবা তুমি নিয়েছো জীর্নতা
অকাতরে বিলিয়েছো মোদের প্রফুল্লতা,
প্রতিক্ষনে মনে পরে
বাবা তোমার কথা।


কেউ বলে না
“বাবা বাড়ি আসবি কখন”
কেউতো এখন
করে না শাসন,বারন।
কত স্নেহ,ভালোবাসা ছিল সে ডাকে
বুঝিনি তখন,
এই জগতে বাবা তুমি সবার চেয়ে আপন।


তোমার ছায়ায় শীতল হতাম
তোমার কথায় শক্তি পেতাম
ভেঙ্গে চুরে বদলে নিতাম স্বপ্নটাকে ।
যে দিন ছেড়েগেলে হাতটাকে
সেদিন থেকে
নতুন কোন স্বপ্ন আসেনি এই ঘাটে।


এখনো মনে হয় বাড়ির ছাদের র‍্যালিং এ বসে
কিংবা বাড়ি থেকে মসঝিদের পথে
কি সাবলীল হেঁটে যাচ্ছ তুমি।
এভাবেই থেকো বাবা কাছাকাছি
এই অনুভবে বেঁচে আছি।


বাবা তুমি শুধু তোমার উপমা,
কত ভাবে করেছি তোমারে অবহেলা,
জীবনের প্রতি বাঁকে
দগ্ধ হৃদয় চাইছে তোমার ক্ষমা।
বাবা তুমি শুধু তোমার উপমা।