যদি না যেতাম তোমার কাছে
তবে কি আর হতো আমার
শুন্যের উপর সোনা দেখা।
পার্বতীর বুকে দাঁড়িয়ে
আকাশের পা ছোঁয়া,
যৌবনে ঝর্ণা রানীর মাতাল করা উদাম নাচ,
অভিমানী পাহাড়ের নিজেকে লুকিয়ে রাখা ঘোর অন্ধকার,
নীরবের কান্না জল আঁকাবাঁকা ঝিরিপথের।
ভালবাসি বড় বেশি
পাহাড়ি জোছনা,
সিক্ত হতে চাই তোমার ছোঁয়ায়,
রিক্ত হতে চাই বারে বারে
যেতে চাই আরো গভীরে,
দেখতে চাই কতটা সুন্দর লুকিয়ে রেখেছো তোমার ভিতরে,
কতটাইবা তুমি আমাকে দেখালে।