বোধ ও নির্বোধের লড়াইয়ে
নির্বোধ সবাই  আমি তুমি সে ।


ভুলের চোখে
অন্ধ সবাই আমি তুমি সে ।


মানুষের দেশে মানুষ সবাই,
অমানুষ কে ? আমি তুমি সে ?


মানুষ যদি মানুষ কে
অমানুষ বলে
দেশটা তখন অমানুষেরই হয়।


বোধ আর ভুল
নির্বোধ আর অন্ধ ই রয়।


আহাম্মকের বাগানে
ফল, ফুল, চারা ভিন্ন রকমই হয়
অপরিণত সকল জন্মে
বিকলাঙ্গতার সম্ভাব্যতা রয়।


তবু যদি বুঝি,
আমি তুমি সে
কে  কার ?
চিৎকার করে বলি
আরে শালা আর কত বলাৎকার।