ছিলাম আমি মায়ের বুকে
দারুণ ছিলাম মায়ের আদরে
মাগো তুমি আজ কই
আমিতো সুখে নেই,
যে সুখের টানে তোমায় ছেড়ে
একলা পথে
সেই সুখ পেলাম কই।


যে আঁচলে রক্ত মেখে বলেছিলে
বন্দি তুমি পর হাতে,
মুক্ত তুমি স্বাধীনতাতে ।
সেই স্বাধীনতা এনেছি মাগো
লক্ষ প্রাণের বিনিময়ে,
মাগো আমার স্বাধীনতা কই ?


বুকে রক্ত ঝরেছে হায়েনার আঘাতে
ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে
অস্ত্র ধরেছি শত্রুর বুকে,  
খুন করেছি লক্ষ শত্রু
এতটুকু টলেনি প্রান ,
আজ আমি শিউরে উঠি
যখন দেখি ভাই নিচ্ছে ভাইয়ের জান,
তবে কি আমরা স্বাধীনতার যোগ্য নই
মাগো তোমার স্বাধীনতা কই?


ওলন্দাজ গেলো
ব্রিটিশ গেলো
পাক গেলো
এলো স্বাধীনতা
এলো বাংলাদেশ
এলোনা ভালবাসা ।
এখনো আমরা বাঙ্গালী আর বাংলাদেশী
এই নিয়ে আত্মকলহে ব্যবসা করি ।
এখনো আমরা স্বাধীনতার ব্যাগ নিয়া হাঁটে যাই
স্বাধীনতা বিক্রি করে ব্যাক্তিগত অন্ন যোগাই ।
আবার চিৎকার করে বলি
স্বাধীনতা ,স্বাধীনতা,  আমি  তোমার ফেরিওয়ালা নই।
মাগো তোমার সেই স্বাধীনতা কই?
যেথায় মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান পাশাপাশি রয়,


ধনি-গরিব এক থালায় খায়।