আর বলবো না মুখে কথা
কাজে করে দেখাবো,
জুয়ার টাকা কামাই করে
দেশের নেতা হবো,
পারি আর না পারি
ক্ষমতাটা নিজের করে নিবো।
মন চাইলে কিছু দিবো
না দিলেই বা কে আমার বালটা চিড়বো?


ছোটরা সব বড় হয়ে গেলো
আমি যে আজও কচি খোকা
মানুষ কে বলি শিখছি এখোনও
বয়সটা আমার চল্লিশ
তাও বুঝে না বাংলাদেশিরা কত বোকা।


টাকার পেছনে ছুটি আমরা
ব্যার্থ যদি বল তোমরা,
জয় না হয় নাইবা দিলাম
টাকার মালিক তো হলাম,
সবাই জানে
টাকার কাছে দেশটাও যে গোলাম।


তাই না হলে
পাপন দা কে এত বছর
কেনো আপন করে রাখলাম?
দু:খিত মোরা
গড়তে গেলাম সোনার  বাংলাদেশ
আনাড়ির চিপায় সব হলো শেষ।
বংগ জননী কবে ভাংগিবে তোমার ঘুম
আর ক'দিন পরে দেশটাই হবে গুম।