শূন্যের উপর ঘর আমার
শূন্য মানুষ আমি,
ধরতে গেলাম তারার বাড়ি
হয়ে গেলাম ধুমকেতু।
চলছে জীবন অনন্তের পথে
ভাবছি এখন কেমনে পাবো ফিরে ?
শূন্য আমি
জীবন গোলাকার
আমি নিরুপায়
বিধি তুমি নিরাকার।
একটু যদি রহম করো
সার্থক জনম আমার,
একটু যদি ভালোবাসো
চাই না কিছু আর।